সাধারণ ছুটি বাড়ছে ৫ই মে পর্যন্ত

প্রকাশঃ ২০২০-০৪-২২ - ১৯:৩৫
ঢাকা অফিস : করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় দেশে চলমান সাধারণ ছুটি আরও বাড়ানো হচ্ছে।

করোনা সংক্রমণ রোধে গত ২৬শে মার্চ থেকে আগামী ২৫ই এপ্রিল পর্যন্ত টানা ৩১ দিনের ছুটি চলছে দেশে। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এ ছুটি আরো বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, সাধারণ ছুটি বাড়ছে ৫ই মে পর্যন্ত, অফিস খুলবে ৭ই মে। যেহেতু ৬ই মে বৌদ্ধ পূর্ণিমার ছুটি আছে, তাই ওই দিন সরকারি ছুটি থাকছেই।

প্রসঙ্গত, বুধবার (২২শে এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ের সব শেষ তথ্য অনুযায়ী,  করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১২০ জন। গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত নতুন ৩৯০ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে এই প্রাণঘাতী ভাইরাসে মোট শনাক্ত হলেন ৩,৭৭২ জন।

দেশে গত ৮ই মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। প্রতিদিনই বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। সম্পূর্ণ বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। আর, সারা দেশে গত ২৬শে মার্চ থেকে ২৬শে এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। জেলায় জেলায় চলছে লকডাউন। মানুষকে ঘরে রাখতে টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী, র‌্যাব ও পুলিশ।