মোংলা প্রতিনিধি : সাবেক মন্ত্রী ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মোংলা-রামপাল (বাগেরহাট-০৩) আসনের সম্ভাব্য প্রার্থী এবং বাগেরহাট জেলা বিএনপির সহ-সভাপতি লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। রবিবার সন্ধ্যায় এক শোক বিবৃতিতে মরহুমের রুহের মাগফিরত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যুতে জাতীয় রাজনীতিতে একটি বড় শূণ্যতা তৈরি হলো, আসলেই যে শূণ্যতা কোনভাবেই পূরণের নয়।