সামাজিক দুরত্ব রাখতে খোলা বড় মাঠে বাজার বসানোর সিদ্ধান্ত হুইপ পঞ্চানন বিশ্বাসের

প্রকাশঃ ২০২০-০৪-১৫ - ২০:০৫

খুলনা অফিস : খুলনা ১ আসনের সংসদ সদস্য হুইপ পঞ্চানন বিশ্বাস বলেছেন মানুষকে তো খেয়ে বাচতে হবে এজন্য বাজার করারও বিকল্প নাই , তবে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে ।এ জন্য দাকোপ সদরের জনবহুল হাটবাজারে যাতে দোকানদাররা বেশ খানিকটা দুরত্ব বজায় রেখে দোকান দিতে পারে এজন্য তিনি খোলা বড় বড় মাঠ বিশেষ কলেজ মাঠ,স্কুলের বড় বড় মাঠে হাট গুলিকে সরিয়ে নিতে দাকোপ ইউএনও কে নির্দেশ দেন । সম্প্রতি সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য দাকোপ প্রশাসন দাকোপ সদরের প্রধান ২ বাজার বৌমার গাছতলা খান মার্কেট মাছ ও কাচাবাজার ও আচাভূয়াবাজার কে সরিয়ে চালনা এমএম কলেজ মাঠ ও এতিমখানা মাঠে স্থানান্তর করবে বলে প্রচার করেন এবং এ ধরনের উদ্যেগকে এলাকাবাসি সাধুবাদও জানিয়েছিলেন দাকোপ উপজেলা প্রশাসনকে ।এ বাজার দুটি এত বেশি জনবহুল যে বাজার করতে গেলে গাদাগাদি অবস্থায় লাইন দিয়ে বাজার করতে হয়, বাজার স্থানান্তর করার সময় সিদ্ধান্ত উপেক্ষা করে জনবহুল বাস ষ্ট্যান্ড এলাকায় কতিপয় ব্যবসায়ী তাদের সার্থে বাজার বসানোর চেষ্টা করলে এলাকার মানুষ না মেনে গত পরশু হুইপ পঞ্চানন বিশ্বাস এমপির কাছে উপস্থিত হয়ে অভিযোগ করেন সাথে সাথে এমপি মহোদয় জনগন তথা দেশের সুবিধার জন্য ফাকা মাঠে বসার সিদ্ধান্ত দেওয়ার জন্য দাকোপ ইউএনওকে এমন নির্দেশ দেন , পরেরদিন থেকে সিদ্ধান্ত বাস্তবায়নও হয়।পঞ্চানন বিশ্বাস এমপি এ নির্দেশনা দেওয়ার সময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগনেতা মুনসুর আলি খান,সাবেক ছাএনেতা গোলাম মোস্তফা খান,সাবেক মেয়র ড. অচিন্ত্য মন্ডল.আব্দুর রহিম গাজী,জেলা যুবলীগনেতা আফজাল হোসেন খান প্রমুখ। এ ধরনের সিদ্ধান্তের জন্য এলাকাবাসি হুইপ মহোদয়কে অভিনন্দন জানান।এ ছাড়া বাজুয়াবাজার,চালনাপুরাতনবাজার,নলিয়ানবাজার,বানিশান্তা বাজার, বটবুনিয়া বাজার, পানখালি বাজার, গড়খালিবাজার, পোদ্দারগঞ্জ বাজার গুলিকেও পার্শবর্তী মাঠে স্থানান্তর করলে মানুষ অনেকটা নিরাপদ থাকতে পারবে বাজার করার ক্ষেএে আর মানুষকে রোগ থেকে মুক্ত থাকতে হলে খেতে হবে, আর খেতে হলে বাজার করতেই হবে।বিষয় টি এ করনা দুর্যোগের সময় হুইপ মহোদয়ের আশু দৃষ্টি আকর্ষন করেছেন ।