ঢাকা অফিস : রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। প্রতিদিনই আক্রান্ত রোগীর সংখ্যা আগের সব রেকর্ড ভাঙছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে শুধু হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৭১২ জন।
বাংলাদেশের ইতিহাসে গত বছর রেকর্ডসংখ্যক ১০ হাজার ১৪৮ ডেঙ্গু রোগী ভর্তি হন। চলতি বছর সে রেকর্ড ছাড়িয়ে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে রেকর্ডসংখ্যক ১৯ হাজার ৫১৩ জন রোগী ভর্তি হয়েছেন। শুধু চলতি জুলাই মাসে প্রায় ১৫ হাজার ডেঙ্গু রোগী সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্র গত ২৪ ঘন্টায় সারাদেশ ও বিভাগওয়ারি ডেঙ্গু জ্বরের সামগ্রিক চিত্র:
গত ২৪ ঘন্টায় মোট রোগী | ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা | বর্তমানে ভর্তি রোগী |
১৭১২ জন | ০ | ৫৮৩৮জন |
বিভাগ | আক্রান্ত রোগী | বর্তমানে হাসপাতালে ভর্তি |
২৪ ঘন্টায় মৃত্যু | ০১-০১ ২০১৯ হতে
অদ্যাবধি মৃত্যু |
ঢাকা | ১১৫০ জন | ৪৩৩২ জন | ০ | ১৪ জন |
চট্টগ্রাম | ৯৪ জন | ১৫৩ জন | ০ | ০ |
খুলনা | ৭৬ জন | ২৮৩ জন | ০ | ০ |
রংপুর | ৩৩ জন | ১৪৬ জন | ০ | ০ |
রাজশাহী | ৫৮ জন | ২১৪ জন | ০ | ০ |
বরিশাল | ৬৩ জন | ১৫১ জন | ০ | ০ |
সিলেট | ৩১ জন | ৮৯ জন | ০ | ০ |
ময়মনসিংহ | ৬২ জন | ১৯৪ জন | ০ | ০ |