সারাদেশে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু

প্রকাশঃ ২০১৯-০৮-০২ - ১১:৪০

ঢাকা অফিস : সারা দেশে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু। এদিকে, গাজীপুরে ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগী। শারীরিক অসুস্থতাকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হচ্ছে।

গাজীপুরে শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে গত কয়েকদিনে চিকিৎসা নিয়েছে শতাধিক ডেঙ্গু রোগী। এছাড়া, প্রতিদিন ডেঙ্গু পরীক্ষার জন্য হাসপাতালে আসছেন অনেকে।

মশা মারতে ওষুধ ছেটানোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সিটি মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, আমাদের এখানে পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। আমরা প্রায় ৪০ টির মত মেশিন এবং বিদেশ থেকে ওষুধ এনেছি। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে আমরা ৭০ জনের একটা টিম করেছি।

এদিকে, সিলেটে রোগীর সংখ্যা বাড়তে থাকায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে খোলা হয়েছে তিনটি ডেঙ্গু কর্নার। এসব কর্নারে ডেঙ্গু রোগীদের জন্য পর্যাপ্ত পরিমানে ওষুধ এবং পরীক্ষা নিরীক্ষার জন্য সকল ব্যবস্থা নেয়া হয়েছে। রোগীদের চিকিৎসায় গঠন করা হয়েছে ১০ সদস্যের কমিটি।

কিশোরগঞ্জে গত দুই সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দেড়শতাধিক মানুষ। এদের মধ্যে গুরুতর অবস্থায় বেশ কয়েকজনকে পাঠানো হয়েছে ঢাকায়।

এদিকে, মাদারীপুরে ডেঙ্গু আক্রান্ত ১০জন আছেন হাসপাতালে। শনাক্ত হয়েছেন ৩০ জনেরও বেশি।

নাটোর সদর হাসপাতালে ডেঙ্গু মোকাবেলায় আলাদা একটি সেল করা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী যথেষ্ট পরিমাণে আছে বলে জানান সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম।

এছাড়া, টাঙ্গাইল, বরিশাল, বগুড়া, দিনাজপুর, পিরোজপুরসহ দেশের অন্য অনেক জেলায় বাড়ছে ডেঙ্গু রোগী। চিকিৎসকরা বলছেন আতঙ্কিত না হয়ে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।