ঢাকা অফিস : সিঙ্গাপুরের তুলনায় ডেঙ্গু পরিস্থিতিতে বাংলাদেশ অনেক ভালো পর্যায়ে আছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। শনিবার সকালে, রাজধানীর একটি হোটেলে ওয়াসা আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি।
এ সময় ঘরের ভিতর গিয়ে সিটি কর্পোরেশন মশা মেরে দিয়ে আসবে না বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, আগের চেয়ে ওয়াসার সেবার মান বেড়েছে। তবে এখনও কিছু ত্রুটি আছে। এ বিষয়ে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনার আহ্বান জানান মন্ত্রী।