সিসি ক্যামেরার আওতায় আসছে খুলনার গুরুত্বপূর্ণ স্থান-শপিংমল

প্রকাশঃ ২০১৭-১২-১৯ - ২১:০১

খুলনা : খুলনায় অপরাধীদের অপরাধ প্রবনতা কমাতে গুরুত্বপূর্ণ সকল স্থানে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বিভাগীয় প্রশাসন। মঙ্গলবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে নিরাপত্তা সম্পর্কে সার্বিক সচেতনতা বৃদ্ধি ও জানমালের নিরাপত্তা সংক্রান্ত আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অপরাধীদের অপরাধ প্রবনতা হ্রাসে গুরুত্বপূর্ণ অফিস, সার্কিট হাউজ, ব্যক্তিগত প্রতিষ্ঠান, শপিংমল, গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়ক, মেয়েদের স্কুল-কলেজ ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) স্থাপনের কাজ অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়।
মসজিদের ইমামগণ মুসল্লিদের সামনে সামাজিক অপরাধের কুফলসহ জীবনমুখী বিষয়ের ওপর আলোচনা অব্যাহত রাখাসহ সকল মসজিদে একই রকম বক্তব্য পাঠের ব্যবস্থা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রশাসনের হস্তক্ষেপের ফলে বর্তমানে ইভটিজিং অনেকাংশে কমে এসেছে এবং বাল্য বিবাহ রোধে সকল বিভাগকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানান হয়। এছাড়া ভোক্তা অধিকার আইনের আলোকে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা, মহানগরীতে নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করা, অবৈধ স্থাপনা অপসারণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার দর নিয়ন্ত্রণ এবং খাদ্যে ভেজাল রোধে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান হয়। অনুষ্ঠিত হয়।
সভায় বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া সভাপতিত্ব করেন। সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার, অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ কমিশনার, খুলনা বিভাগের সকল জেলা প্রশাসক এবং আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।