আবুু হোসাইন সুমন, মোংলা : সুন্দরবনে কোস্ট গার্ড ও বনদস্যুর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দস্যুদের ফেলে যাওয়া অস্ত্র-গুলি ও নৌকা। কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা) গোয়েন্দা কর্মকর্তা লে: জাহিদ আল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে পূর্ব সুন্দরবনের টগবগির খাল এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে বনদস্যু শরীফ বাহিনীর সদস্যরা গুলি ছুড়তে থাকলে কোস্ট গার্ড সদস্যরাও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের এক পর্যায়ে দস্যুরা পিছু হটে বনের গহীনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে দস্যুদের ফেলে যাওয়া ২টি আগ্নেয়াস্ত্র (দেশী একনালা বন্দুক), ২ রাউন্ড তাজা গুলি, ১৪ রাউন্ড গুলির খোসা ও ১টি নৌকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র-গুলি ও নৌকা রবিবার বিকেলে মোংলা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানায় কোস্ট গার্ড।