সুন্দরবনে বাঘের আক্রমণে মহিষ নিহত

প্রকাশঃ ২০১৮-০১-২১ - ২০:৪৫

বাগেরহাট : বাগেরহাটের পূর্ব সুন্দরবনে বাঘের আক্রমণে নিহত হয়েছে একটি মহিষ। রবিবার ভোর রাতে শরণখোলা রেঞ্জের দাসের ভারাণী ও নাংলী টহল ফাঁড়ির মধ্যবর্তী এলাকার সুন্দরবনে এ ঘটনা ঘটে। নিহত মহিষটি শরণখোলা উপজেলার মাঝেরচর গ্রামের নবী হোসেনের বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা মো. জাহিদুল ইসলাম জানান, মাঝের চর গ্রামের নবী হোসেনের ৮-১০টি মহিষ শনিবার বিকেলে ঘাস খেতে খেতে নদী সাতরে সুন্দরবনের মধ্যে ঢুকে পড়ে। মহিষগুলো আর ফিরে না আসায় মালিক নবী হোসেন এদিন সকালে খুঁজতে গিয়ে একটি মহিষ মৃত অবস্থায় সুন্দরবনের মধ্যে পড়ে থাকতে দেখেন। পরে মৃত মহিষটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। মহিষটির পেছন থেকে বেশকিছু অংশ বাঘে খেয়ে ফেলেছে। হয়তো ভোর রাতে বাঘ আক্রমণ করেছে বলে এলাকাবাসীর ধারণা।
শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. ফারুকুল ইসলাম ও দাসের ভারণী টহল ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আ. রউফ বাঘের আক্রমণে মহিষ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, পরবর্তী মহিষ সুন্দরবনের মধ্যে যাতে না ঢোকে সেজন্য গ্রামবাসীকে শতর্ক করা হয়েছে।