শরণখোলা প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চরখালী এলাকা থেকে ২২কেজি হরিণের মাংস, ৬০০ফুট হরিণ ধরা ফাঁদ ও একটি ডিঙি নৌকা জব্দ করেছে বনবিভাগ। জব্দকরা মাংস সোমবার সকালে আদালতের নির্দেশে শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে মাটিচাপা দেওয়া হয়েছে।
শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, রবিবার বিকেলে চরখালী টহল ফাঁড়ির বনরক্ষিরা গোপন সংবাদ পেয়ে বনে অভিযান চালায়। এসময় চরখালী বনাঞ্চলে চোরা শিকারিরা বনরক্ষীদের দেখতে পেয়ে গহীন বনে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি করে হরিণের মাংস, নাইলনের দঁড়ির ফাঁদ ও ডিঙি নৌকা জব্দ করা হয়। এঘটনায় বন ও বন্যপ্রাণি সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।