জয়পুরহাট : জয়পুরহাটে সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় ছয়জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে, জেলার আক্কেলপুর উপজেলার জাফরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকার নিখিল চন্দ্রের বাড়ির সেপটিক ট্যাংক খোলার সময় নিচে পড়ে যায় এক শ্রমিক। তাকে উদ্ধার করতে সেখানে নামেন আরও কয়েকজন। দীর্ঘ সময়ে তারা সেখান থেকে না ওঠায় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়।
পরে, ট্যাংক থেকে শ্রমিকদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে, চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।