ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার বটিয়াঘাটা সরস্বতী মাধ্যমিক বিদ্যাপীঠের ইংরেজী বিভাগের সহকারী শিক্ষক জপেশ কান্তি রায় ডিসেম্বরের প্রথম সপ্তাহে শিক্ষক বাতায়নের সেরা কন্টেন্ট নির্মাতা। তিনি ইতিপূর্বে এটুআই খুলনা জেলার এম্বাসেডর (আইসিটি) নির্বাচিত হয়েছেন। তাকে অভিননন্দন জানিয়েছেন আইসিটি কোর্সের সমন্বয় কমিটির সদস্য বিধান চন্দ্র রায়, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার চৌধুরী, শিক্ষক গনেশ কুমার মন্ডল, মৃনাল কান্তি, বিদ্যুৎ ফৌজদার, প্রভাষক জসিম উদ্দিন, লিয়াকত আলী, অশ্রু রায় প্রমুখ।