রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুল ম্যানিজিং কমিটির সদস্য দ্বীন ইসলাম মিয়াকে কুপিয়ে জখম করার ঘটনার ২২ দিন পর গেলেও মামলার আসামীদের এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। এর আগে, গত জানুয়ারী উপজেলার ইউনিয়নের রূপগঞ্জ এলাকায় দাবিকৃত ২ লাখ চাঁদার টাকা না পেয়ে দ্বীন ইসলাম মিয়াকে কুপিয়ে জখম করেছিল চাঁদাবাজরা। এ ঘটনায় দ্বীন ইসলাম মিয়া বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামীর এখনো ধরা-ছোয়ার বাইরে রয়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন বাদীসহ পরিবারের সদস্যরা।
আহত দ্বীন ইসলাম মিয়া জানান, তিনি বেশকিছুদিন আগে হামিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। জিল্লুর রহমান জমির বেশ কিছুদিন ধরেই তার ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। তার দাবিকৃত টাকা চাঁদা না দিলে দ্বীন ইসলাম ও তার পরিবারকে হত্যা করবে বলে হুমকি ধামকি প্রদান করেন। এর জের ধরে জিল্লুর রহমান জমির, রফিকুল ইসলাম রফিক, তোফাজ্জল হোসেন ওরফে টোফা, লুৎফর রহমান, সুজন মিয়াসহ অজ্ঞাত ৪/৫ জন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় পথরোধ করে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। দ্বীন ইসলাম মিয়া তাদেরকে কোন ধরনের চাঁদা দিবে না সাফ জানিয়ে দেন। চাঁদা দিতে অস্বীকার করায় চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে দ্বীন ইসলাম মিয়াকে চাপাতি দিয়ে কুপয়ে জখম করেন। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে চাঁদাবাজরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা দ্বীন ইসলাম মিয়াকে কুপিয়ে জখম করেন। এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।