স্বাধীন ভূমি কমিশন গঠনের দাবিতে রাবিতে আদিবাসীদের মানববন্ধন

আহমেদ ফরিদ, রাবি প্রতিনিধি: তিন দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে রাবি শাখা আদিবাসী ছাত্র পরিষদ ও রাজশাহী মহানগর পার্বত্য চট্রগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ।
তাদের তিনটি দাবি হল- আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চট্রগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন ও সমতল আদিবাসীদের জন্য স্বাধীন ভূমি কমিশন গঠন।
মানববন্ধনে আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নকুল পাহান বলেন, ‘পাহাড়ী আদিবাসীদের উপর বিভিন্নভাবে বৈষম্য নিপীড়ন করা হচ্ছে। তাদের বাড়ি-ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ধর্ষণ করা হচ্ছে। আদিবাসীরা রাস্তায় বের হতে পারে না। সবসময় তাদের মধ্যে শঙ্কা কাজ করে। বাংলাদেশ সরকারকে বলতে চাই, বাংলাদেশে যে জাতীয় শিক্ষানীতি, নারী উন্নয়ন নীতি রয়েছে তাতে আদিবাসীদের অধিকারের কথা রয়েছে। কিন্তু সেটা আদৌ বাস্তবায়িত হবে কিনা তাতে যথেষ্ট সন্দেহ রয়েছে।’
এসময় পাহাড়ি ছাত্র পরিষদের রাজশাহী মহানগরের সভাপতি দীপেন চাকমা বলেন, ‘বাংলাদেশের আদিবাসীরা আজকে সুখে নেই। বাংলাদেশের আদিবাসীরা আজ ভূমিহীন হচ্ছে। এই ধারাবাহিকতা যদি বাংলাদেশে থাকে, তবে আদিবাসীরা নিঃচিহ্ন হয়ে যাবে। বাংলাদেশে ১৯৯৭ সালে ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং পার্বত্য চট্টগ্রাম কমিটির সাথে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে ২০ বছর অতিবাহিত হওয়ার পরেও পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে না। চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়ন হচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘আজকে আমরা ক্লাশ বাদ দিয়ে মানববন্ধন করছি। এ থেকে এটাই প্রমাণ হয় যে, বাংলাদেশের আদিবাসীরা আজ সুখে নেই। শুধু আদিবাসীরাই নয়, সংখ্যালঘুরাও আজ সুখে নেই।’
মানববন্ধনে পাহাড়ি ছাত্র পরিষদ মহানগর শাখার সাধারণ সম্পাদক দীপনের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য দেন আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তরুণ মু-া, কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, রাজশাহী মহানগরের তথ্য ও প্রচার সম্পাদক মংখেউ, রাবি ছাত্রমৈত্রীর দিলিপ রায়, ছাত্র ফেডারেশনের কিংশুক কিঞ্জল, রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সভাপতি আব্দুল মজিদ অন্তর প্রমুখ। এ সময় শতাধিক পাহাড়ী ছাত্র পরিষদের নেতাকর্মী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।#

 

Leave a Reply

Your email address will not be published.

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>