স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার পেলো ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

প্রকাশঃ ২০২২-০৪-০২ - ২০:০৪

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// উন্নত স্বাস্থ্যসেবা প্রদানে বিশেষ অবদান রাখায় “স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার” এ ভ‚ষিত হয়েছে খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গত বৃহস্পতিবার দুপুরে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠান প্রধানদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ উপলক্ষে শনিবার দুপুরে ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডাঃ মালিহা মেহজাবিনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা। অন্যান্যের মধ্যে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হাসিবুর রহমান, শিশু বিশেষজ্ঞ ডাঃ উত্তম কুমার দেওয়ান, ডাঃ সালিমা মেহের, এমওডিসি ডাঃ মোঃ তানভীর হাসান, মেডিকেল অফিসার ডাঃ শারমির সুলতানা, ডাঃ সুমাইয়া আফরিন, সহকারী সার্জন ডাঃ খাদিজা পারভীন, ডাঃ তানজিলা শারমিন জেমি, ডাঃ ফারহানা রহমান এ্যানি, পরিসংখ্যানবিদ মোঃ কাদিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, স্যানেটারী ইন্সপেক্টর মোঃ দেলোয়ার হোসেন, শহিদুল্লাহ প্রিন্স, মিরা রানী রাড়ইসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন । স্বাস্থ্যসেবার মান অক্ষুন্ন থাকায় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরপর দুবার এ পুরস্কার অর্জন করে।