খুলনা : বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা ম-লীর সদস্য, আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মো. রশিদুল ইসলাম বলেছেন, জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। সেজন্যে স্ব স্ব এলাকায় গিয়ে বঙ্গবন্ধুর নৌকার পক্ষে ভোট ক্যাম্পেইন ও প্রচারণা চালাতে হবে। দলের প্রার্থী যেই হোক বঙ্গবন্ধুর নৌকাই আমাদের প্রতীক ও প্রার্থী। এই উদ্দেশ্য নিয়েই যার যার এলাকায় প্রচারণা চালাতে হবে। কোন দ্বিধা, ভয় বা সংকোচ নয় ; বরং সাহসিকতার সাথে সৎ উদ্দেশ্যে মানুষের কাছে ভোট চাইবেন। শেখ হাসিনা’র জয় হবেই ইনশাল্লাহ।
সোমবার রাত সাড়ে ৯টায় খুলনা সার্কিট হাউজে সাক্ষাত কালে তিনি এসব কথা বলেন।
এসময়ে খুলনা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি। এসময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল, ফেরদাউস হোসেন লাবু, মো. মোতালেব মিয়া, বিএম সজীব, এস এম হোসেনুজ্জামান হোসেন, জাকির হোসেন, মো. রাজুসহ মুক্তিযোদ্ধা, কৃষকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।