মোংলা প্রতিনিধি : মোংলায় হরিণের মাংস উদ্ধার করতে গিয়ে চোরা শিকারীদের হামলায় আহত হয়েছেন বনবিভাগের স্টেশন অফিসারসহ ৪ সদস্য। চোরা শিকারীদের কাছ থেকে হরিণের মাংস উদ্ধারের ঘটনায় এ ঘটনা ঘটে।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের জিউধারা ষ্টেশন অফিসার মো: শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেল ৫টার দিকে সুন্দরবন সংলগ্ন বৈদ্যমারী-বাঁশতলা এলাকার সুন্দরবনের ইসহাকের চিলা নামক স্থানে অভিযান চালানো হয়। ওই সময় চোরা হরিণ শিকারীদের একটি নৌকা আটক করা হয়। পরে নৌকাটিতে তল্লাশী চালিয়ে দুইটি পাসহ ২০কেজি হরিণের মাংস, ২ হাজার ফুট হরিণ শিকারের ফাঁদ, ১টি দা ও ১টি ছুরি জব্দ করা হয়। পরে চোরা শিকারীদের আটক করতে গেলে তারা নৌকার বৈঠা দিয়ে আঘাত করে বন কর্মকর্তা শাহজাহানসহ তার সাথে থাকা অপর তিন বনপ্রহরীকে পিটিয়ে গুরুতর আহত করে দ্রুত পালিয়ে যায়। এতে ষ্টেশন কর্মকর্তা মো: শাহজাহানের কোমর, পিট ও ঘাড়ে মারাত্মক ফুলা জখম হয়েছে। বাকী তিন বন প্রহরীও তখন আঘাত প্রাপ্ত হয়ে আহত হন। ফলে চোরা শিকারীদের কেউকেই আটক করা সম্ভব হয়নি। এ ঘটনার পর থেকে ওই চোরাই শিকারীদের আটকে বনবিভাগের অভিযান অব্যাহত রয়েছে।
জিউধারা স্টেশন কর্মকর্তা মো: শাহজাহান সোমবার দুপুর পৌনে ১টার দিকে বলেন, গোড়া বাঁশতলা গ্রামের মোক্তার শেখের ছেলে ফারুক হোসেন হাওলাদারের (৩০) নেতৃত্বে ৪ সদস্যের চোরা শিকারী দলকে আটক করার চেষ্টা করলে তারা আমাদের উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে তারা পালিয়ে যায়। তারপরও ঘটনাস্থল থেকে আমরা ২০কেজি হরিণের মাংস, ২টি পা, একটি নৌকা ও ফাঁদ জব্দ করেছি। এ ঘটনায় সি-বন মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া পালিয়ে যাওয়া আসামীদেরকে আটককে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।