ঢাকা অফিস : গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলার রায় আগামী ২৭ই নভেম্বর। রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে রবিবার দুপুরে রায়ের দিন ঘোষণা করেন সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমান। এখন পর্যন্ত, এই মামলায় ১১৩ জনের সাক্ষ্য নিয়েছে ট্রাইব্যুনাল।
মামলার আসামিরা হলেন, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবি নেতা হাদিসুর রহমান সাগর, বাংলাদেশি বংশোদ্ভুত কানাডার নাগরিক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা, নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরন শাখার প্রধান মিজানুর রহমান ওরফে বড় মিজান, জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী, হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ, মামুনুর রশিদ ও শরিফুল ইসলাম।
গত ৭ই নভেম্বর, মামলাটিতে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে আট আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানানো হয়েছিল। চার্জশিটে ২১ জন আসামির নাম থাকলেও ১৩ জন জঙ্গিবিরোধী অভিযানে মারা যায়। বাকি আট জনকে অভিযুক্ত করে দেয়া হয় চার্জশিট।