হাইকোর্ট এলাকা থেকে সন্দেহেরবসে আটক ২

প্রকাশঃ ২০১৮-০২-০৮ - ১২:৫৪

ঢাকাঃ হাইকোর্টের কদম ফোয়ারা সংলগ্ন ঈদগাহ গেটের সামনে থেকে সন্দেহভাজন ভাবে বাঁধন ও সাইফুল ইসলাম নামে দু’জনকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বেলা ১২টা নাগাদ তাদের আটকের পর শাহবাগ থানায় নিয়ে গেছে। খালেদা জিয়ার রায় ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীজুড়ে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ। তারই অংশ হিসেবে সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়েছে।

তবে আটককৃতরা কোনো রাজনৈতিক দলের কর্মী কি-না সে বিষয়ে প্রাথমিক কোনো তথ্য জানা যায়নি।