হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশঃ ২০২৩-০২-০৩ - ১৪:১৭

বিজ্ঞপ্তি : কেসিসি পরিচালিত নয়াবাটী হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এজন্য শিার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি বলেন, করোনা মহামারীর কারণে ইতোপূর্বে লেখাপড়াসহ ক্রীড়ানুশীলন বাঁধাগ্রস্ত হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় সে ক্ষতি পুষিয়ে নিতে হবে।

সিটি মেয়র বৃহস্পতিবার সকাল ৯টায় নগরীর খালিশপুরে কেসিসি পরিচালিত নয়াবাটী হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন এবং দুপুরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

কেসিসি’র সাবেক কাউন্সিলর ও স্কুলের প্রতিষ্ঠাতা শেখ খায়রুজ্জামান খোকা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আশরাফুল ইসলাম, ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী সাফায়েত হোসেন প্যারেট, কাউন্সিলর কাজী তালাত হোসেন কাউট, মুন্সী আব্দুল ওয়াদুদ, এমডি মাহফুজুর রহমান লিটন, এস এম খুরশীদ আহম্মেদ টোনা, সংরতি আসনের সাবেক কাউন্সিলর শামীমা সুলতানা সীমা, খানজাহান আলী থানা শিা অফিসার মোছা: রুমানা ইয়াসমিন। স্বাগত বক্তৃতা করেন স্কুলের প্রধান শিক শেখ জাহিদুজ্জামান। অন্যান্যের মধ্যে কেসিসি পরিচালিত ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আবু দারদা মো: আরিফ বিল্লাহ, খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলের অধ্যক্ষ আবু সাইদ মো: মেজবাউল হকসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক, অভিভাবক, শিার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।