বটিয়াঘাটা প্রতিনিধি : খুলনা ১ আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি অসুস্থ্য হয়ে ঢাকা স্কায়ার হাসপাতালে চিচিৎসাধীন আছেন। তার আশু সুস্থ্যতা কামনা করে বিবৃত প্রদান করেছেন বটিয়াঘাটা উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, সাধারণ সম্পাদক দিলীপ হালদার, সহ-সভাপতি ফিরোজুর রহমান,মীর মহাম্মদ আলী, প্রদীপ বিশ্বাস, পলাশ রায়, রবীন দত্ত, বিবেক বিশ্বাস, অনুপ গোলদার, চয়ন বিশ্বাস, বি.এম মাসুদ রানা,স্বপন সরকার, প্রসাদ রায়, চঞ্চলা মন্ডল, কিংকর রায়, অসিম মন্ডল, গোবিন্দ রায়, নারায়ন চন্দ্র সরকার, পংকোজ বিশ্বাস, মানষ পাল, চেয়ারম্যান মিলন গোলদার, মুশিবর রহমান, আবুল কালাম, গোবিন্দ মল্লিক, প্রকাশ রায়, কার্তিক টিকাদার, গৌর দাস ঢালী, মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান, বিদ্যুৎ বিশ্বাস, অরিন্দম গোলদার, সুরজিৎ মন্ডল, ইব্রাহীম শেখ, ইসতেমার, রানা,অনিমেশ মল্লিক, সাইফুর,সোহাগ, প্রমুখ। অপর দিকে উপজেলা আওয়ামীলীগে উদ্যেগে আগামী ২৩ রমজান বুধবার ইফতার পার্টি ও দোয়া মাহফিল উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি মুলক সভা গতকাল সোমবার বেলা ১১ টায় দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের সভাপতি আশরাফুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।