ঢাকা অফিস : গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাত জনের মৃত্যুদণ্ড। আর খালাস পেয়েছেন মিজানুর রহমান ওরফে বড় মিজান।
আজ বুধবার ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এই ভয়াবহ জঙ্গি হামলা মামলার রায় ঘোষণা করেন। প্রায় সাড়ে তিন বছর পর ভয়াবহ এই জঙ্গি হামলা মামলার রায় ঘোষণা হলো।
বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে প্রিজনভ্যানে কারাগার থেকে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এসময় প্রিজনভ্যান থেকে নেমে আঙুল উঁচিয়ে হাসিমুখে আদালতের ভেতর প্রবেশ করে আট আসামি। এরমধ্যে একজনের পায়ে সমস্যা থাকায় সে ক্রাচে ভর করে আদালতে প্রবেশ করে। পরে রায় ঘোষণা উপলক্ষে এজলাসে হাজির করা হয় এ মামলার আট আসামিকে।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগ্যান, হাতকাটা সোহেল মাহফুজ, হাদিসুর রহমান সাগর, রাশেদ ইসলাম ওরফে আবু জাররা ওরফে র্যাশ, শরিফুল ইসলাম ওরফে খালেদ ও মামুনুর রশীদ ওরফে রিপন। আর খালাস পাওয়া আসামির নাম মিজানুর রহমান ওরফে বড় মিজান।
রায় ঘোষণার আগে কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করা হয়েছিল। রায় ঘোষণা শেষে তাদের সাজা পরোয়ানা দিয়ে আবার কারাগারে পাঠানো হয়েছে।
২০১৬ সালরে ১লা জুলাই রাতে গুলশানের হোলি আর্টিজানে হামলা চালিয়ে বিদেশি নাগরকিসহ ২০ জনকে নৃশংসভাবে হত্যা করে জঙ্গিরা। তাদের হামলায় দুই পুলিশ কর্মকর্তাও প্রাণ হারান।
এ ঘটনায় দায়ের হওয়া মামলায় এক বছর বিচারিক কার্যক্রম শেষে ২৭শে নভম্বের রায় ঘোষণার দিন ঠিক করেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান। মামলায় ২১১ জন সাক্ষীর মধ্যে ১১৩ জন সাক্ষ্য দেন।