রবিউল ইসলাম মিটু,যশোর : অগ্নিবীনা কেন্দ্রীয় সংসদ যশোরের সভাপতি নাঈম নাজমুলের ৪৭তম জন্মদিন আজ বুধবার।তিনি ১৯৭১সালে ৩রা জানুয়ারী বৃহত্তর যশোর জেলার নড়াইল মহাকুমার চাকই গ্রামে জন্ম গ্রহন করেন । পিতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কবি বুনো নাজমুল যশোরী,মাতা হাচিনা বেগম।নাঈম নাজমুল বিএসম্মান এমএ ইংরেজী এবং পরবর্তীতে বাংলা সাহিত্যে এমএ করেন।তিনি বিটিভি ও খুলনা বেতারের একজন তালিকা ভূক্ত গীতিকার। অধ্যাপনা দিয়ে কর্ম জিবন শুরু করলেও বর্তমানে তিনি খাদ্য বিভাগে কর্মরত। দশম শ্রেণির ছাত্রাঅবস্থায় পিতার কাছ থেকে লেখালেখিতে হাতে খড়ি নেন। ১৯৮৮সালে গণতান্ত্রিক আন্দোলনে ছাত্র রাজন্রীতিতে জড়িয়ে পড়েন। তিনি অভয়নগর উপজেলার মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি। তার প্রথম কাব্যগ্রন্থ ‘আসন্ন হাহাকার’ {বইমেলা-২০১১}, দ্বিতীয় কাব্যগ্রন্থ তারপর একদিন (২০১৫)।