৬ ঘণ্টা ব্যবহার করা যায়নি ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম

প্রকাশঃ ২০২১-১০-০৫ - ০৭:০৯

ইউনিক প্রতিবেদক :

বাংলাদেশসহ বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম সার্ভার ডাউন হয়ে পড়ে। ৬ ঘণ্টা পর স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হয় ফেসবুক কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর জানা গেছে।

সোমবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার পর থেকে ফেসবুক সংশ্লিষ্ট সকল সোশ্যাল মিডিয়া সাইট এবং অ্যাপে ঢোকা যাচ্ছিল না।

ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় এ তিনটি অ্যাপের মালিক ফেসবুক।

এ নিয়ে বিভিন্ন দেশের হাজার হাজার ব্যবহারকারী ডাউন ডিটেকটরডটকমে অভিযোগ করেছেন। ডাউন ডিটেকটর হচ্ছে একটি অনলাইন সাইট যারা বিভিন্ন সাইট বা অনলাইন সেবা বিপর্যস্ত হলে তা নিয়ে তথ্য প্রকাশ করে। সেখানে ২০ হাজারের বেশি ব্যবহারকারী ফেসবুক ও ইনস্টাগ্রাম নিয়ে অভিযোগ করেছেন।

তবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারী এখন ২৯০ কোটি। অর্থাৎ বিশ্বব্যাপী এই পরিমাণ অ্যাকাউন্ট থেকে মাসে একবার হলেও ফেসবুকে লগইন করা হয়। এই ব্যবহারকারীদের ৪ কোটি ৮০ লাখের বাস বাংলাদেশে।