৭ মার্চের ভাষণকে ইউনেস্কোর স্বীকৃতিতে যশোরে আনন্দ উৎসব

প্রকাশঃ ২০১৭-১১-২৫ - ২০:০০

রবিউল ইসলাম মিটু,যশোর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি দেওয়ায় সারাদেশের ন্যায় উৎসবে মেতে ওঠে যশোরের লাখো মানুষ। আজ শনিবার সকালে যশোর শহরের বকুলতলায় বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে যশোরের প্রশাসনিক, সামাজিক, রাজনীতিক, পেশাজীবিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে যশোরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিনের নেতৃত্বে বিশাল আনন্দ র‌্যালি গোটা শহর প্রদক্ষিণ করে টাউন হল ময়দানে এসে সমাবেত হয়। পুলিশ সুপার আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনসহ র‌্যালিতে যশোরের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা অংশ নেন।
এদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শনিবার দুপুরে মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড রেজিষ্টার এর অন্তভুক্ত হওয়া উপলক্ষে শহরে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা এতে অংশ নেয়। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয় গ্যালারিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আনোয়ার হোসেন। এসময় বক্তব্য রাখেন সেক্টর কমা-ার ফোরাম যশোরের সাবেক সভাপতি একেএম খয়রাত হোসেন, প্রকৌশলী মো. আবুল হোসেন, আফজাল হোসেন দুদুল, ড. মো. নাসিম রেজা, যবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনিবুর রহমান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সবাপতি মোহাম্মদ এমদাদুল হক, কর্মারী সমিতির নেতা আরশাদ আলী, শেখ হাসিনা হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়রা আজমিরা এরিন, ছাত্রলীগ নেতা আব্দুল আলীম প্রমূখ।
যশোর সরকারি এম এম কলেজ, সরকারি সিটি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক কর্মচারীরা আনন্দ র‌্যালি বের করে।