৭ মার্চের ভাষন ইউনেস্কোর স্বীকৃতি পাওযায় বটিয়াঘাটায় শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৭-১১-২৫ - ১৬:০৭

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটাঃ বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষন ইউনেস্কোর স্বীকৃতি পাওযায় সারা দেশের ন্যায় বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে শনিবার সকাল ১০ টায় উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতি আনন্দ মিছিল ও শোভাযাত্রা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের পরিবেশিত ডিসপ্লে, আলোচনা সভা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: আশরাফুল আলম খান, ভাইসচেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী সহকারী কমিশনার ভূমি শেখ মহিউদ্দিন, সাব-রেজিষ্ট্রার সুব্রত কুমার সিংহ, স্বাস্থ্য কর্মকর্তা ডা: রামচন্দ্র সাহা, থানার ওসি মো: মোজাম্মেল হক মামুন, মুক্তিযোদ্ধা কমান্ডার আবজাল হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা রূবায়েত আরা, প্রানী সম্মদ কর্মকর্তা ডা: স্বপন কুমার রায়, মৎস্য কর্মকর্তা মো: মনিরুল মামুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইন্দ্রানী দেবনাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারান চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: হাবীবুর রহমান, উপজেলা- প্রকৌশলী মাহমুদ হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা মো: মোনায়েম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শরিফ মো: রুবেল,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দিলিপ হালদার, মুক্তিযোদ্ধা বিনয় সরকার, আকরাম হোসেন, চেয়ারম্যান যথাক্রমে মনোরঞ্জন মন্ডল, আলহাজ্ব আশিকুজ্জামান, মো: হাদী উজ্জামান হাদী, মো: গোলাম হাসান, আব্দুল হাদী সরদার, ইসমাইল হোসেন মোল্লা বাবু, মিজানুর রহমান মিলন, প্রেস ক্লাব সভাপতি আব্দুল হামীদ শেখ,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইন্দ্রজিৎ টিকাদার সাংবাদিক নজরুল ইসলাম, মনিরুজ্জামান আওয়ামীলীগ নেতা প্রদিপ বিশ্বাস, গোবিন্দ মল্লিক, অনুপ গোলদার, মিজানুর রহমান বাবু, জি,এম মাসুদ রানা বিবেক বিশ্বাস, চয়ন বিশ্বাস, মানষ পাল, যুবলীগ নেতা অনুপম বিশ্বাস, কৃষক লীগনেতা মুস্তাফিজুর রহমান, স্বেচ্ছা সেবক লীগ নেতা মিজানুর রহমান, শ্রমিকলীগ নেতা মুজিবর রহমান খোকন ছাত্রলীগ নেতা রিয়াজুল ইসলাম রিপন শেখ, অতনু মন্ডল প্রমূখ।