পাইকগাছা : পাইকগাছার আলম (৩০) নামের এক ব্যক্তি যাত্রীবাহী বাসে অজ্ঞান পার্টির কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন। আলমকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়েছে। আলম উপজেলার মৌখালী গ্রামের রজব আলী গাজীর ছেলে। একই এলাকার শহীদ জানান, আলম ও আমি যশোরের ঝিকরগাছা এলাকায় ইট-ভাটায় কাজ করি। শনিবার সকালে আমরা দুজনই বাড়ীতে আসছিলাম। দুপুর দেড়টার দিকে চুকনগর থেকে বাসযোগে পাইকগাছায় আসার সময় পথিমধ্যে হঠাৎ দেখি বাসের মধ্যে আলম অস্বাভাবিক হয়ে পড়ছে। একপর্যায়ে সে অচেতন হয়ে পড়ে। পরবর্তীতে পাইকগাছায় পৌছানোর পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। তার অবস্থা আশংকাজনক হওয়ায় বিকাল সাড়ে ৪টার দিকে তাকে খুলনায় প্রেরণ করা হয়। শহীদও তার পরিবারের সদস্যরা জানান, আলম বাসে উঠার পর অজ্ঞান পার্টির লোকেরা চেতনা নাশক মেশানো খাবার খাওয়ানোর মাধ্যমে তাকে অচেতন করে তার কাছে থাকা ২৫ হাজার টাকা নিয়ে যায়।