অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে ফ্যাসিবাদের দোসররা ওৎ পেতে আছে -গোলাম পরওয়ার

প্রকাশঃ ২০২৪-১২-২৮ - ২০:০৩

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, হিন্দু –মুসলিমসহ সকল ধর্মের মানুষের জন্ম এ দেশে। তাই হিন্দু-মুসলিম হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে দল মত নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির এ দেশকে এগিয়ে নিতে হবে। বিগত পতিত সরকার দূর্নীতি লুটপাটের মাধ্যমে দেশকে মুলত অকার্যকর করে ফেলেছে। গত ১৫ বছরে শেখ হাসিনা ও তার পরিবারসহ তাদের আস্থাভাজন মন্ত্রী, এমপি, দলীয় লোকজন দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। এ অবস্থায় জুলাই-আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পাওয়া নতুন বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট অর্থনীতিবীদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনুছের নেতৃত্বাধীন বর্তমান অন্তবর্তীকালীন সরকার। এ সরকারকে ব্যর্থ করতে ফ্যাসিবাদের দোসররা ওৎ পেতে আছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে যাতে কেউ ষড়যন্ত্র করে আমাদের সম্প্রীতির বন্ধনে ফাটল ধরাতে না পারে। যদি এই অন্তবর্তীকালীন সরকার ব্যর্থ হয়ে যায় তাহলে আমাদের সামনে মহা দূর্যোগ নেমে আসবে।

শনিবার সকাল ১০টায় ফুলতলা উপজেলার হাবিবুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা জামায়াত আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা আমীর অধ্যাপক আঃ আলীম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, মোঃ গোলাম মোস্তফা আল মুজাহিদ, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ বেলাল হোসাইন। উপজেলা সেক্রেটারী ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা সাইফুল হাসান খানের পরিচালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যক্ষ সমীর কুমার ব্র², মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ফুলতলা উপজেলা সভাপতি সহকারী অধ্যাপক গৌতম কুমার কুন্ডু, ফুলতলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরহরি দাস, বিশ^নাথ মন্ডল প্রমুখ। সম্মেলনে গৌরহরি দাসকে সভাপতি, শ্যামল কুমার দত্ত, বিশ^নাথ মন্ডল ও নারায়ণ মন্ডলকে সহ-সভাপতি, মিন্টু সেনকে সাধারণ সম্পাদক, অসিত কুমার ও উজ্জল পালকে সহ সেক্রেটারী, শংকর কুমারকে সাংগঠনিক, শক্তিপদ কে দপ্তর, ডাঃ জয়দেব সরকারকে প্রচার ও উজ্জ্বল কে সহ-প্রচার সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ফুলতলা উপজেলার হিন্দু কমিটি গঠিত হয়।