অন্তর্বর্তীকালীন থেকে শ্রীলঙ্কার পূর্ণকালীন হেড কোচ জয়সুরিয়া

প্রকাশঃ ২০২৪-১০-০৭ - ১৫:১২

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর শ্রীলঙ্কার কোচের দায়িত্ব ছেড়ে থাকেন ইংলিশ ক্রিস সিলভারউড। এরপর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে লঙ্কানদের দায়িত্ব দেওয়া হয় দেশটির সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়াকে। তার দায়িত্ব নেবার পর শেষ সিরিজ গুলোতে জয়সুরিয়ার ভূমিকায় মুগ্ধ হয়ে শ্রীলঙ্কা ক্রিকেট তাকে পূর্ণকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছে। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ পর্যন্ত তিনি এই ভূমিকায় থাকবেন।

এসএলসির বিবৃতিতে বলা হয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেটের কার্যনির্বাহী কমিটি ভারত, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজে দলের ভালো পারফরম্যান্স বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে, যেখানে জয়সুরিয়া ‘অন্তবর্তীকালীন প্রধান কোচ’ হিসেবে দায়িত্বে ছিলেন।

লঙ্কান এই সাবেক তারকার অধীনে ২৭ বছরের মধ্যে ভারতের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতেছে। গেল এক দশকের মধ্যে প্রথমবারের মতো টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছে এবং সম্প্রতি হোম টেস্টে নিউজিল্যান্ডকে ২-০’তে হোয়াইটওয়াশ করেছে। দলটি এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন দেখছে। ৯ ম্যাচে ৫ জয় নিয়ে লঙ্কানরা এখন পয়েন্ট টেবিলের তিন নম্বরে।

প্রধান কোচ হিসেবে জয়সুরিয়ার প্রথম অ্যাসাইনমেন্ট হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাম্বুলা এবং পাল্লেকেলেতে আসন্ন সীমিত ওভারের সিরিজ।