যশোর অফিস : চৌগাছার এক কিশোরীকে অপহরণের চার মাসপর সিলেটে বিমানবন্দর এলাকা থেকে উদ্ধার করেছে চৌগাছা থানা পুলিশ। এসময় অপহরণকারী রাহিম খাঁকে আটক করা হয়েছে। রাহিম খা হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কুর্শি পয়েন্ট মোড়ের আফজাল খাঁর ছেলে। বৃহস্পতিবার বিকেলে আটকের পর শুক্রবার ওই কিশোরী ও আটক রহিম খাকে আদালতে সোপর্দ করা হয়। আদালতে অপহৃত কিশোরী জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি জানান, স্কুল থেকে বাড়ি ফেরার পথে জোরকরে অপহরণ করে নিয়ে যা তাকে রাহিম খা। পরে সিলেট নিয়ে আটকে রাখে। একপর্যায় জোরপূর্বক বিয়ে করে। পরে পরিবারের লোকজনকে খবর দিলে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।
এদিকে, এ ঘটনায় ওই কিশোরীর বড় ভাই এ ঘটনায় চৌগাছা থানায় মামলা করেছেন। অভিযোগ তার বোনের সাথে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় রাহিমের। এরমাঝে দেখা করা কথা বলে ২০২২ সালের ২০ নভেম্বর অপহরণ করে নিয়ে যায় সে। পরে থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরী করা হয়। এক পর্যায় যানতে পেরে চৌগাছা থানা পুলিশের সহযোগিতায় বোনকে উদ্ধার করা হয় ও আসামি রাহিমকে আটক করা হয়।