অবৈধ ইটভাটা বন্ধে অভিযান শুরু হওয়ায় বাপা’র স্বস্তি প্রকাশ

প্রকাশঃ ২০২৩-০২-০৬ - ১৪:৫৭

বিজ্ঞপ্তি : রীট আবেদনের প্রেক্ষিতে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী জেলা ও ডুমুরিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ডুমুরিয়া উপজেলার ভদ্রা ও হরি নদীর পাড়ে ১৪টি অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধসহ উচ্ছেদ অভিযান শুরু করায় স্বস্তি প্রকাশ এবং প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা শাখা। সংগঠনটির খুলনা শাখার সমন্বয়কারী অ্যাড. মো: বাবুল হাওলাদার এক বিবৃতিতে বলেন, বিগত দুই যুগেরও বেশি সময় ধরে ডুমুরিয়ার ভদ্রা ও হরি নদীর দুই পাশে গড়ে ওঠা চর অবৈধভাবে দখল করে এলাকার প্রভাবশালী মহল অনেকগুলো পরিবেশ বিধংসী, বেআইনী ইট ভাটা গড়ে তোলেন। এ বিষয়ে ইতিপূর্বে এলাকায় এ অবৈধ ইট ভাটার বিরুদ্ধে আন্দোলনও গড়ে ওঠে। কিন্তু প্রভাবশালীদের চাপের মুখে আন্দোলনকারীরা পিঁছু হটতে বাধ্য হন। ২০২১ সালের এক রীট আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি আদালতের দেয়া আদেশ বাস্তবায়নে পরিবেশ ধ্বংসকারী ইট ভাটা বন্ধে ও উচ্ছেদ করার লক্ষ্যে তথা আদালতের আদেশ বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের ত্বরিৎ উদ্যোগ আমাদেরকে আশান্বিত করেছে। তিনি নদী রক্ষাসহ পরিবেশ রক্ষায় আদালতের অন্যান্য সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নেও স্থানীয় প্রশাসনের প্রতি আহবান জানান।