অভয়নগরে অজ্ঞাত গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশঃ ২০২৩-০১-১৬ - ১২:০০

নওয়াপাড়া অফিস : অভয়নগর উপজেলার নওয়াপাড়া ভৈরব ব্রীজের পাশে বালির ডিপো থেকে রোববার বিকালে অজ্ঞত যুবকের (৩৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা গেছে রোববার বেলা ২টায় স্থানীয় লোকজন ভৈরবব্রীজের পাশে দক্ষিন দেয়াপাড়া গ্রামে কিছু শ্রমিক মাটি কাটার কাজ করছিল। এসময় তারা পাশেই বালির ডিপোর ওপর এক যুবকের গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে বিকাল ৪টা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরনে কালো প্যান্ট ও গায়ে কালো গেঞ্জি পরা ছিল এবং ডান হাতে রুপার ব্রেসলেট ও অপর হাতে রুপার আংটি পরা ছিল।