মাসুদ তাজ, অভয়নগর (যশোর) : অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালি পরবর্তী আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার এম এম মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এমাদ উদ্দিন, ফরিদা বেগম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার বিশ্বজিৎ কুমার দেব, কৃষি অফিসার গোলাম ছামদানী, প্রকৌশলী কামরুল ইসলা, যুব উন্নয়ন অফিসার আনজু মনোয়ারা ও নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিক।