অভয়নগর (যশোর) : অভয়নগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মতলেব সরদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এম এম মাহমুদুর রহমান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক সুনীল দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রিজিবুল ইসলাম ও সাংবাদিক এস জেড মাসুদ তাজ। পরে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বই বিতরণ করেন প্রধান অতিথি।