অভয়নগরে এটুআই প্রকল্প বাস্তবায়নে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশঃ ২০১৮-০৩-০৬ - ০২:৩৭

অভয়নগর, যশোরঃ অভয়নগরে এটুআই প্রকল্প শতভাগ বাস্তবায়নে যশোর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে ও অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলাম টুকু। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক গাজী মনিবুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আছমা খান, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক হুমায়ূন কবীর, এম্বাসেডর আবু হাচান সরদার, পায়রাহাট ইউনাইটেড কলেজের প্রভাষক সৈয়দা মাহমুদা মিতুল ইভা, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক প্রবীর মল্লিক, সহকারী শিক্ষক সুনীল দাস, এসএম ফারুক আহমেদ, যশোর জেলা শিক্ষা অফিসের ডাটা এন্ট্রি অপারেটর ওমর ফারুক প্রমুখ। সমাবেশে উপজেলার ৫শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।