অভয়নগরে গাছ থেকে পড়ে মজুর নিহত

প্রকাশঃ ২০২৩-০২-১৬ - ১৮:০৯

অভয়নগর প্রতিনিধি : যশোর জেলার অভয়নগর উপজেলার পাথালিয়া গ্রামে বুধবার সকালে ব্যাপারির কেনা গাছ কাটতে গিয়ে ডাল পড়ে একজন মজুর নিহত হয়েছেন। নিহত ওই মজুরের নাম সালাউদ্দিন লস্কার (৫৮) তিনি স্থানীয় শ্রীধরপুর গ্রামের আবুল হোসেন লস্কারের ছেলে।

নিহতের ছেলে শামীম হোসেন জানান, তার পিতা একজন দিনমজুর তিনি স্থানীয় কাঠের ব্যাপারি জলিল শেখের গাছ কাটার কাজে মজুর খাটেন। ঘটনার সময় তার পিতা পাথালিয়া গ্রামে সুনিল মন্ডলের বাগানে দুই তিন জন মজুর মিলে একটি গাছ কাটছিলেন। একজন মজুর গাছটিকে মাটিতে ফেলতে সুবিধার জন্য গাছে উঠে ডাল ছাটছিলেন। এসময় একটি ডাল ছিটকে এসে সালাউদ্দিনের মাথায় পড়ে। এতে তিনি কানে ও চোখে মারাত্মক আঘাত পায়। তার কান ও চোখ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত হয়। পরে স্থানীয়রা তার পিতার লাশ উপদ্ধা বাড়িতে নিয়ে আসেন।

স্থানীয় পাথালিয়া পুলিশ ক্যম্পের আইসি সামছুর রহমান বলেন, গাছ কাটার সময় ডাল ডাল পড়ে একজন মজুর ঘটনাস্থলে নিহত হয়েছেন। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা হবে।