অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম মাহমুদুর রহমান। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, মুক্তিযোদ্ধ কমান্ডের কমান্ডার মুক্তিযোদ্ধ স ম মোশারফ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ হোসেন, উপজেলা প্রকৌশলী কামরুল ইসলাম, পিআইও রিজিবুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম ফারুক আহমেদ, সদস্য ও দৈনিক যায়যায়দিন অভয়নগর প্রতিনিধি সৈয়দ জাহিদ মাসুদ তাজ, অধ্যাপক হারুন অর রশিদ, শিক্ষক সমির কুমার দত্ত প্রমুখ।