অভয়নগরে ১০ হাজার কম্বল বিতরণ

প্রকাশঃ ২০২৩-০১-২৫ - ১৬:৪৯

নওয়াপাড়া প্রতিনিধি : প্রচন্ড শীতে শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতে ছুটে এলেন অভয়নগর উপজেলার রাজঘাট গ্রামের বাসিন্দা ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ। তিনি নিজহাতে বিভিন্ন সংগঠনের মাধ্যমে প্রায় ১০হাজার কম্বল বিতরণ করেছেন। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।

জানা গেছে, ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ নিজ হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ড আ.লীগ ও তার অঙ্গ সংগঠন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, এতিমখানা, মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান নির্ধারণ করে ওইসব কম্বল বিতরণ করেছেন। নওয়াপাড়া রেল বস্তির বাসিন্দা জুলি বেগম বলেন, ‘শীতে কষ্ট পাচ্ছিলাম। আরশাদ পারভেজ ভাই কম্বল দিয়েছে। এখন আমি আরামে ঘুমাই।’ ধোপাদী গ্রামের আ.লীগ কর্মী রাশেদ মোল্যা বলেন, ‘উপজেলা আ.লীগের সকল ইউনিটকে আরশাদ পারভেজ কম্বল দিয়েছে। নেতারা ওই কম্বল এলাকার গরীর দুখিদেও মাঝে বিতরণ করছেন। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, ভাইসচেয়ারম্যান পৌর কাউন্সিলর সহ সকল জনপ্রতিনিধিদের কম্বল দিয়েছেন। যা এলাকায় প্রায় সকল গরীব দুখি পেয়েছে। তার মতে এমন নেতা জনপ্রতিনিধি হলে জনগন উপকৃত হবে।.

প্রেসক্লাবের সভাপতি চৈতন্য কুমার পালের সভাপতিত্বে স্মারক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের অন্যতম উপদেষ্টা এস এম রফিকুল আলম, মাসুদ আলম,সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ। এ সময় প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।