যশোর প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীরের ছেলে শাহ আবিদ কামরানকে (২৩) আটক করেছে র্যাব। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. এম সরোয়ার হুসাইন জানান, মঙ্গলবার বিকেলে অভয়নগর উপজেলার নওয়াপাড়া পেট্রোল পাম্পের সামনে থেকে কামরানকে আটক করা হয়। ওইসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।