কেশবপুর (যশোর) প্রতিনিধি : অসামাজিক কার্যকলাপ ও মাদকের ছোবল থেকে কেশবপুরের বেলকাটি গ্রামকে রক্ষার দাবী করা হয়েছে।
কেশবপুর উপজেলার বেলকাটি গ্রামের ৬২ জন স্বাক্ষরিত লিখিত সূত্রে জানাগেছে, উপজেলার বেলকাটি গ্রামের সেলিনা খাতুনের বাড়িতে দীর্ঘদিন যাবৎ অসামাজিক কার্যাকলাপ চলে আসছিল। সাথে সাথে মাদকের রমরমা আসরও বসে। যার ফলে এলাকার উঠতি বয়সের যুব সমাজ ধ্বংশের দারপ্রান্তে পৌছেয়েছে। শিক্ষার্থীদের লেখা-পড়াও চরমভাবে বিঘ্নিত হচ্ছে। সেলিনা খাতুন অসামাজিক কার্যকলাপ ও মাদকের রমরমা আসর বসিয়ে অঘাত সম্পদের মালিক হয়েছে। অসামাজিক কার্যকলাপ ও মাদকের ছোবল থেকে রক্ষা পেতে গত ৩১ মার্চ বেলকাটি ও সাগরদত্তকাটি ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ খলিল মোড়লের সভাপতিত্বে বেলকাটি গ্রামবাসির উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে অসামাজিক কার্যকলাপ ও মাদকের ছোবল থেকে রেহাই পেতে উপজেলা প্রশাসনের নিকট আবেদন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এব্যাপারে সেলিনা খাতুন তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বলে দাবী করেন।