খুলনা : আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (অনুর্ধ-২১) প্রতিযোগীতার ফাইনাল খেলা বুধবার খুলনা জেলা পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় তেরোখাদা উপজেলা দল ৩৭ পয়েন্ট পেয়ে ফুলতলা উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফুলতলার সংগ্রহ ছিল ২৫ পয়েন্ট।
খুলনার পুলিশ সুপার মোঃ নিজামুল হক মোল্যা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাহেনা আক্তার আখন্দ (রানু)। আমন্ত্রিত অতিথী ছিলেন তেরোখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন আলী,তেরোখাদা উপজেলা চেয়ারম্যান মোঃ শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু ও ফুলতলার সুপার জুট মিলের পরিচালক মোঃ হুমায়ুন আহাম্মদ ভ’ইয়া।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এস এম শফিউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মোঃ নাইমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) সিএ হালিম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মোহাম্মদ বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মোঃ সজীব খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) এএনএম ওয়াসিম ফিরোজ প্রমূখ।
খুলনা জেলা পুলিশের আয়োজনে যুব কাবাডি প্রতিযোগীতা শুরু হয়। খুলনার ৯ উপজেলার বিভিন্ন দল এ প্রতিযোগীতায় অংশ নেয়।