এছাড়া, রাতে জ্বর, সর্দি নিয়ে আরেকজনের মৃত্যু হয়। উপসর্গের কথা শুনে তাকে করোনা ইউনিটে ভর্তি করেন চিকিৎসকরা। অন্যদিকে, শুক্রবার রাতে জ্বর ও কাশি নিয়ে ঢাকা থেকে নওগাঁয় যান এক যুবক। করোনা আক্রান্ত সন্দেহে তাকে গ্রামে ঢুকতে দেয়নি স্থানীয়রা। স্থানীয় তিনটি হাসপাতালে নেয়া হলেও তাকে চিকিৎসা দেয়া হয়নি।
পরে রাজশাহী মেডিক্যালে পাঠানো হলে সেখানেই তার মৃত্যু হয়। চিকিৎসক জানিয়েছেন, ওই যুবক করোনায় আক্রান্ত নন।
এদিকে, করোনা উপসর্গ নিয়ে সকালে মানিকগঞ্জের মুন্নু মেডিক্যাল কলেজে এক নারী মারা গেছেন। সিভিল সার্জন জানান, তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে।