রবিউল ইসলাম মিটু,যশোর : আখেরি মোনাজাতের মধ্য দিয়ে যশোরে আয়োজিত বিশ্ব ইজতেমার আঞ্চলিক পর্ব শেষ হয়েছে। যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে শনিবার দুপুর ১২ টার দিকে শুরু হওয়া এ মোনাজাত পরিচালনা করেন তাবলীগ জামায়াতের শীর্ষ নেতা ও ঢাকার কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলনা মোশাররফ হোসেন।
মোনাজাতে মুসলিম বিশ্বের শান্তি ও সৌভ্রাতৃত স্থাপন, এবং দেশ ও জাতির কল্যাণ ও অগ্রগতি কামনা করা হয়। গত ২৮ ডিসেম্বর জোহরবাদ আম বয়ানের মধ্য দিয়ে ৩ দিন ব্যাপী বিশ্ব ইজমেতার এ পর্বটি শুরু হয়। ভারত, পাকিস্তানসহ বিভিন্ন মুসলিম দেশের প্রতিনিধিনাও এ ইজতেমায় অংশ নেন।
আয়োজকরা জানান, আখেরী মোনাজাতে ৪ লক্ষাধিক ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। সুষ্ঠুভাবে বিশ্ব ইজতেমার যশোরাঞ্চলের পর্ব শেষ হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।