সাতক্ষীরা প্রতিনিধি : বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার শান্তি কামনা করে সাতক্ষীরায় তিনদিন ব্যাপী ইজতেমা শেষ হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা শহরতলীর মার্কাজ মাঠে লক্ষ লক্ষ ধর্মপ্রান মুসুল্লী আখেরী মোনাজাতে অংশ গ্রহন করে। আখেরী মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের মরব্বী হাফেজ মাওলানা জুবায়ের। আখেরী মোনাজাত সকাল ১০.৫০ শুরু হয়ে শেষ হয় ১১.১০ মিনিটে।
মোনাজাতে বিশ্ব উম্মার শান্তি কমানা করা হয়। দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে হবে। এই ইজতেমার মধ্যে আল্লাহর নৈকট্য অর্জন
লাভ করতে হবে। ঘরে ঘরে দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার আহবান জানানো হয়। বিশ্বব্যাপী মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন বন্ধে দোয়া চাওয়া হয়। এ সময় লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লীদের আমীন আমীন ধ্বনীতে মুখরিত হয়ে উঠে।
উল্লেখ্য শনিবার বাদ আছর সাতক্ষীরা শহরতলীর মার্কাজ মাঠে তিনদিন ব্যাপি ইজতেমা শুরু হয়। ইজতেমায় কোরিয়া, চিন,
সিরিয়া, মরোক্কা, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহন করে।