রবিউল ইসলাম মিটু, যশোর : ‘আগামীর যশোর’ শিরোনামে নগর উন্নয়নের একটি সমন্নিত রূপরেখা বিষয়ে সংবাদ সম্মেলন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ। মঙ্গলবার দুপুরে যশোর প্রেসক্লাবে এই রূপরেখাটি প্রদর্শন করা হয়। সংবাদ সম্মেলনে প্রকল্পের সমন্বয়কারী ড. তপন কুমার ধর প্রকল্পের বিভিন্ন বিষয় তুলে ধরেন। পরে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থীরা একটি আধুনিক নগর গড়ে তোলার বিষয়ে রূপরেখা প্রদর্শন করে। আজ বুধবার যশোর টাউন হল ময়দানের আলমগীর সিদ্দিক হলে এবিষয়ে সর্বসাধারণের জন্য রূপরেখাটি প্রদর্শন করা হবে। এসময় উপস্থিত ছিলেন সৈয়দ ইমতিয়াজ আহম্মেদ, সাদিকুজ্জামান আকাশ, তপতী বিশ্বাস প্রমূখ।