দাকোপ প্রতিনিধিঃ আগামী নির্বাচনকে সামনে রেখে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা আবার সক্রিয় হয়ে উঠেছে। বিএনপি জামায়াতের সাথে যুক্ত হওয়া নতুন ষড়যন্ত্রকারীরা বর্তমান সরকার ও আওয়ামীলীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে। দেশে এবং বিদেশে তাদের ধারাবাহিক অপপ্রচার ও ষড়যন্ত্র মোকাবেলায় সকল মতভেদ ভূলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুজিব সৈনিকদের ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। মনে রাখতে হবে দেশে চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী নির্বাচনে যে কোন মূল্যে আওয়ামীলীগকে ফের ক্ষমতায় আনতে হবে। সেই লক্ষ্য অর্জনে আমাদের তৃনমূল থেকে সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগকে শক্তিশালী করতে হবে।
শনিবার বিকেলে দাকোপে উপজেলা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা জেলা আওয়ামীলীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ এ কথা বলেন। তিনি দলীয় নেতাকর্মিদের সতর্ক করে দিয়ে বলেন সম্মেলনে কোন ভাবেই কোন ভাই বা দাদার লোককে দায়িত্বে আনা যাবেনা। সত্যিকারের মুজিব সৈনিক শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীলদের হাতে সংগঠনের দায়িত্ব তুলে দিতে হবে। আগামী ২৮ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া দাকোপ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার লক্ষ্যে উপজেলা আ’লীগ কার্যালয় চত্বরে দাকোপ উপজেলা উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, যুগ্ম সম্পাদক পঞ্চানন মন্ডল ও মানস মুকুল রায়ের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তৃতায় জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস বলেন, দাকোপ বটিয়াঘাটায় দলকে ঐক্যবদ্ধ রাখতে পারলে যে কোন নির্বাচন বা ষড়যন্ত্র মোকাবেলায় আওয়ামীলীগ সফল হবে সেটি প্রমানিত। বিশেষ অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় আ’লীগনেত্রী এ্যাডঃ গেøারিয়া ঝর্ণা সরকার বলেন, বর্তমান সরকার দেশবাসীর কল্যানে যে উন্নয়ন মূলক কার্যক্রম করে যাচ্ছে সেটি সাধারণ মানুষের মাঝে আমাদের তুলে ধরতে হবে। প্রধান বক্তা হিসাবে খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী অতীতের পরীক্ষিতদের দলের গুরুত্বপূর্ন দায়িত্বে আনার আহবান জানিয়ে বিভিন্ন নির্বাচনে নৌকার বিরুদ্ধাচারন কারীদের অতীত থেকে শিক্ষা নিয়ে আগামীতে কাজ করার আহবান জানান। সভায় বিশেষ অতিথি হিসাবে আরো বক্তৃতা করেন খুলনা জেলা আ’লীগের সহসভাপতি রফিকুর রহমান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামাল জামাল, এ্যাডঃ ফরিদ আহমেদ, সাবেক এমপি ননী গোপাল মন্ডল, জেলা সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, জেলানেতা শ্রীমন্ত্র অধিকারী রাহুল, মোল্যা মোজাফ্ফার হোসেন, মোঃ খায়রুল আলম, অসিত বরন বিশ্বাস, জামিল খান, নান্টু রায়, সরদার জাকির হোসেন। বক্তৃতা করেন দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, দাকোপ উপজেলা আ’লীগের সহসভাপতি আব্দুল্লাহ ফকির, দীপকংর রায়, রনজিত মন্ডল, সমারেশ ঘরামী, সরোজিত রায়, সত্যেন্দ্রনাথ রায়, যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের, শেখ যুবরাজ, উপজেলা আ’লীগনেতা অধ্যাপক দুলাল রায়, মিহির মন্ডল, এবিএম রুহুল আমিন, শেখ শফিকুল ইসলাম আক্কেল, পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, মাসুম আলী ফকির, সুদেব রায়, দেবব্রত বিশ্বাস, বিনয় কৃষ্ণ সরদার, গৌরপদ বাছাড়, জয়ন্তী রানী সরদার, এ্যাডঃ জি এম কামরুজ্জামান, গোলাম মোস্তফা খান, কে এম কবির হোসেন, শেখ হাদীউজ্জামান হাদী, জেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ হাওলাদার, সম্পাদক ইমরান হোসেন ইমু, মিজানুর রহমান বাবু, মাহফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, তানভীর রহমান আকাশ, খায়রুল বাশার, নাজমুল বাসার সম্্রাট, নিতাই বাছাড়, আফজাল হোসেন খান, আজগর হোসেন ছাব্বির, শিপন ভূইয়া, জি এম রেজা, অমারেশ ঢালী, রতন মন্ডল, জাহিদুর রহমান মিল্টন, আব্দুল্লাহ আল মাসুম, সঞ্জিব রায়, শেখ মেহেদী হাসান বুলবুল, আরাফাত আজাদ, ছাত্রনেতা আলামিন শেখ, ফয়সাল শরীফ, লিটন সরদার, রাসেল কাজী, রাহুল রায়, মাসুম প্রমুখ।