আগামী নির্বাচনে দলকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে -নারায়ণ চন্দ্র চন্দ এমপি

প্রকাশঃ ২০২২-০৩-২৩ - ২০:১৭

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি বলেছেন, বঙ্গবন্ধু সবসময় দেশের কথা, মানুষের কথা ও দলের কথা বলতেন। তার আদর্শ অনুসরণ করে আমাদেরকেও সাধারণ মানুষের পাশে দাড়াতে হবে। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের দুঃখ দূর্দশা লাঘবে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ঘর প্রদান, আশ্রয়হীনদের গৃহ নির্মান, রেশন কার্ডসহ নানা কর্মকান্ড অব্যাহত রেখেছেন। আগামী নির্বাচনে দলকে বিজয়ী করতে সংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বুধবার বিকালে ফুলতলা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক লীগ ফুলতলা উপজেলা শাখার প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। স্বেচ্ছাস্বেবক লীগ ফুলতলা উপজেলা আহবায়ক অজয় নন্দীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিএমএ সালাম, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাড. তারিক হাসান মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌস নিশা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃনাল হাজরা। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল। স্বেচ্ছাস্বেবক লীগ ফুলতলা উপজেলা যুগ্ন আহবায়ক গাজী মোঃ ইদ্রিস আলীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এস কে মিজানুর রহমান, এস রবীন বসু, ডুমুরিয়া যুবলীগের আহবায়ক গোবিন্দ্র কুমার ঘোষ, আশরাফুল আলম মোড়ল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মঈনুল ইসলাম নয়ন, মেহেদী আনাম রঞ্জু, ইকতিয়ার উদ্দিন সুমন, মুশফিক আহমেদ সুজা প্রমুখ।