রাজীব চৌধুরী,কেশবপুর: আজ ২৫ শে জানুয়ারি ২০২০ সাল মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৬তম জন্মবার্ষিকী।মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫ শে জানুয়ারি যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী গ্রামের কপোতাক্ষ নদ তীরবর্তী বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।তার পিতার নাম রাজনারায়ন দত্ত মাতা জাহ্নবী দেবী। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত উনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচকার। জীবনের পড়ন্ত বেলায় স্বল্প সময়ে মাত্র চারটি নাটক ও দুটি প্রহসন রচনা করেছিলেন এর মাধ্যমে তিনি বাংলা নাটককে অবিস্মরণীয় ঐশ্বর্যমন্ডিত করেছিলেন। মধুসূদন দত্ত তাঁর অনন্যসাধারণ প্রতিভার দ্বারা বাংলা ভাষার অন্তর্নিহিত শক্তিকেই আবিষ্কার করেছিলেন। তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অনন্য উৎকর্ষ সাধন করেন। আর এর জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমর হয়ে থাকবেন চিরকাল। তিনি বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। তিনি বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তাঁর লেখা মেঘনাদবধ কাব্য অমিত্রাক্ষর ছন্দে রচিত। বাংলা সাহিত্যের পাশাপাশি ইংরেজী সাহিত্যেও তার অবদান রয়েছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন যশোর এর আয়োজনে সাগরদাঁড়ীতে সপ্তাহব্যাপী মধুমেলা আরম্ভ হয়েছে।