ঢাকা অফিস : সংগীতশিল্পী ও সংগীত পরিচালক লাকি আখান্দের ৬৩তম জন্মদিন আজ। ১৯৫৬ সালের ৭ই জুন ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি।
তার গান এখনও সমান আপ্লুত করে এদেশের মানুষকে।
নীল মনিহার, যেখানে সীমান্ত তোমার, আগে যদি জানিতাম, কে বাশি বাজায়রে, মামনিয়া, আবার এলো যে সন্ধ্যা কিংবা পাহাড়ি ঝর্নার মত অজস্র কালজয়ী গানের স্রষ্টা তিনি।
গানের কথা ও সুরে বরাবরই তিনি ছিলেন অসম্ভব রুচিশীল। ভালবাসতেন প্রকৃতির সান্নিধ্যে সুরের সন্ধানে বেচে থাকতে।
জন্মদিনে ডুডলে লাকি আখান্দের ছবি প্রকাশ করে সম্মান জানিয়েছে গুগল।