আটোয়ারীতে অর্থদন্ডের পাশাপাশি দন্ডপ্রাপ্তদের দেওয়া হচ্ছে খাদ্য সহায়তা

প্রকাশঃ ২০২০-০৪-০৮ - ১৪:৫০

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) : পঞ্চগড়ের আটোয়ারীতে করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে অর্থদন্ডের পাশাপাশি দন্ডপ্রাপ্তদের দেওয়া হচ্ছে খাদ্য সহায়তা। রুটিন কর্মসূচীর অংশ হিসেবে বুধবার দিনব্যাপী উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা সেনা সদস্যের টহল দলকে সাথে নিয়ে এমন অভিযান পরিচালনা করেন। করোনার ভয়াবহতা থেকে উপজেলার মানুষকে রক্ষা করার প্রত্যয়ে তিনি তোড়িয়া ইউনিয়নের দাড়খোর গ্রামের জনৈক নারায়নগঞ্জ থেকে আসা কয়েকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা প্রদান করেন। পথিমধ্যে দোলুয়া এলাকার দুই চা বিক্রেতাকে নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে অর্থদন্ড প্রদান করেন এবং মানবিক কারনে অর্থদন্ড প্রাপ্তদের হাতে সেনা বাহিনী প্রদত্ত্ব খাবারের প্যাকেট বিতরণ করেন। এসময় সৈয়দপুর সেনা নিবাসের ওয়ারেন্ট অফিসার মো: মকবুল হোসেনের নেতৃত্বে টহল দলের সদস্যরা উপস্থিত ছিলেন।